ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্তের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

  • আপলোড তারিখঃ 15-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2207 জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্তের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্তের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত 'মতামত প্রদান সংক্রান্ত' শিরোনামে পত্রটি আইন ও বিচার বিভাগের সচিব বরাবর প্রেরণ করা হয়।

সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক- ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত নির্বাচনী মামলা নং-১৫/২০২০ এর ২৭ মার্চ ২০২৫ তারিখের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন কর্তৃক আপীল দায়ের না করার সিদ্ধান্ত ও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ বিবেচনাক্রমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কি- না, এ বিষয়ে মতামত প্রদানের জন্য আইন ও বিচার বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।  

নির্বাচনী ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে একতরফাসূত্রে রায় প্রদান, আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়, এ রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট এ রিট পিটিশন (নং-৮১৩৭/২০২৫) দাখিল, বরিশাল সিটি কর্পোরেশনের জনৈক পরাজিত মেয়র প্রার্থীর অনুরূপ আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ, সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা রয়েছে কি না জানতে স্থানীয় সরকার বিভাগ পত্রটি প্রেরণ করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনসুর আলম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মিটফোর্ড মেডিসিন মার্কেটে সরকারি ও নকল ওষুধে সয়লাব